উলগুলান ও হা-ভাতে


দুপুরেতে জালছ  আলো
    রাত্তিরে তো বেয়াদপ ৷
নিজের হাতেই সাজিয়ে চিতা
সাহায্য to সৎকার a শব ৷


অঢেল টাকা আসছে খাতে
তলিয়ে যায় নদীর স্রোতে ,
নদী কোথা সমুদ্র পায়
ধরব একদিন হাতে-নাতে ৷


অগুনতি সব টাকার থোকা
প্রকল্পেতে দু-এক মুঠ !
তাতে অবশ্যি যায় আসে না
বাকিটা তো হরির লুঠ ৷


তোমার ছেলে আইসক্রীম খায়
আমার ছেলের লাল পড়ে
আমার ছেলে বললে পড়া
তোমার ছেলে গাল পাড়ে


চলছ গাড়ি , তুলছ বাড়ি
বলছি না তো কিচ্ছুটি
আমার মেয়ে ইস্কুলে যায়
টানছ ধরে তার শাড়ি ৷


মিটিং-মিছিল-আলোচনায়
মেয়ে তো নয় 'মা','মাসি'
হরিপদই জানে কেবল
কে কতটা উপোসী ?


রাস্তা জুড়ে জ্যাম লাগিয়ে
লালবাতিতে পালালি
খবর কী পাস ?
মরল কেন ? কালুর মেয়ে দুলালি ৷


প্রান থেকে আর লাভ কী হবে ?
মান থাকাটাই অাসল সব
মন ছাড়ার দল বুর্জোয়ারা
পিছু হঠ আজ কলরব ৷


আজকে আমরা প্রতিবাদী
আগুন হল আমার গান ৷
সামলে থাকিস ,দোর ও আঁটিস
ডাক দিয়েছি উলগুলান ৷৷