আজ বসন্ত তার শেষ হাসিটুকু ছড়িয়ে বিদায় নিচ্ছে একবছরের ৷ দীর্ঘ একবছরের জীবন নামক ক্যাঁচক্যাচানিটা আজ আর নাইবা মনে রাখলে ৷ হিসাবের খাতা নিয়ে বসলে কেবল লাভ আর ক্ষতি ৷ তবে কী এতগুলো মাস , দিন , ঘন্টা বৃথা লাভ ক্ষতির অঙ্ক কষে গেলাম ৷ তাই দীর্ঘশ্বাসকে টুকরো করো আজ ৷ কী পেলাম আর পেলাম না -র হিসাবটা নাহয় আরেকদিন কোরো ৷


আজ কোনো নতুন বছরের সূচনা নয়, কারন তুমি বলো বলেই কখনো শূন্য সে,কখনো আবার বীরত্বের 'ও'(o) ৷এদিন শুধু নতুন এক প্রতিশ্রুতির দিন ৷ আগামী বছর থুড়ি জীবনের ভালো চলার প্রতিশ্রুতি, সুখী রাখার প্রতিশ্রুতি,নতুন মানসিকতার প্রতিশ্রুতি , নতুন প্রতিবাদের প্রতিশ্রুতি আর অপেক্ষা সেই নতুন সূর্যের ৷