আমি এখন বৃষ্টি খুঁজি
তখন ডেকেওছি তো কত ?
আমার হারিয়ে যাওয়া ভুলে
কেবল কান্না জমা শত ৷
তোমার ভয় লাগত মেঘে
আর আকাশ কালো দেখে ,
সেদিন পরখ করেছিলাম
তোমার জাপটে ধরা চোখে ৷৷


দেখা বৃষ্টি ভেজা বিকেল
তোমার হাতে তখন ঘুড়ি
আমি ভো কাট্টা বলে
ভাবি তোমার হাতেই উড়ি ৷
সেই মাঞ্জা দেওয়া সুতোই
আমার দিলের দুভাগ হল
ওই পাতলা হাতের খোঁজে
বাকী বিকেল গুলোও গেলো ৷
আমাদের পাড়ার মোড়ের পরে
তোমার নাচের স্কুলের গলি
কতদিন লুকিয়ে গোলাপ হাতে
কেবল সুযোগ পেলেই বলি ৷
শেষমেশ সবই হল যখন
আমাদের প্রথম রোলে কামড়
পকেটের ভাঁজেই ছিল চিঠি
পরদিন মায়ের হাতের চাপড় ৷
তবুও ভালবাসার জেরে
ওসব উড়িয়েছিলাম হেসে
মায়ের ওই মারের পরেই ছুটে
আবারও তোমায় ভালবেসে ৷৷