একটা মিষ্টি গল্প লেখার জন্য
আমাকে নিশ্চয় চুরি করতে হবে না
নিশ্চয় দু থাপ্পড় খেয়ে
কারও বাক্স আঁটা প্রেম ঘাঁটতে হবে না ৷
হয়ত অল্প একটু বোকা হওয়া যেতে পারে,
হয়ত জোর করে বোগেনভেলিয়াকে বেগুনফুলি
বা গোলাপ কে হৃদয়কঙ্কন  বলে ডাকলাম ৷
নাহয় চরিত্রায়ণে মন দিয়ে বললাম
অনিমেষ আর বসুন্ধরা কিংবা স্নেহল- লতা ৷৷


দূরে দাঁড়িয়ে প্রশ্ন আসছে-
"আচ্ছা তোমার নাম অমন কেন?"
— "হয়ত আমি স্নেহ পেতে আকুল বলে"  
কিংবা..."নিমেষের তাড়নায় ব্যতিবস্ত্য বলে" ॥


কখনও সাঁঝ পেরিয়ে  দুপুরে পৌঁছাবে
পিঠে পিঠ ঠেকিয়ে গল্প করতে করতে ,
কখনও রাতের আতর  মেখে
শীতপোশাক চাপাবে গায় ৷
তিনছটাক আনন্দ নেবে ভাগ করে
আর দুঃখের বেলা কাড়াকাড়ি ৷
খুনসুটি আর ঝগড়াঝাটিতে কলম ভরিয়ে
পাতায় টানব আঁচড় ৷
....
এর জন্য ভালবাসার প্রয়োজন কী !!