আচ্ছা একুশ তুমি কী কেবল শহীদ চেয়েছিলে?
নাকি তোমার ছেলেদের প্রতিদান৷
ঠাঁই চেয়েছিলে কী ইতিহাসে কেবল?
সুন্দর মিনার চেয়েছিলে তবে বুঝি!
নাকি নিজেকে গুরুত্বপূর্ণ করতে?
আশাকরি উত্তর আমার তরফেরই
                                    
উন্নিশো বাহান্নর সেই সকালে সূর্য উঠেছিলো সময়মতো
পাখিরা সময়ে ঘুম হয়তো ভাঙায় নি
কারন রাত্রি অস্থির ছিলো গ্লানিতে
কিছুটা ভয়ও ছিলো হারানোর,
আর নতুন এক বহিরাগত কে আপন করার
একশো চুয়াল্লিশকে তুড়ি মেরে তোমাকে চেয়েছিলো সেদিন সালাম,বরকত, জব্বার
প্রতিবাদ ,দাবী - বয়স মানেনি বন্দুক৷
                                      
রক্তভেজা সেই পথ দিয়ে হল
আরও কত মিছিল,শোকযাত্রা৷
চলল মিনারের ভাঙা-গড়া বা
      জাতিসংঘের হস্তক্ষেপ৷
এসবের হাত ধরে ঠাঁইও মিলল -
                        একুশ তোমার!


শুধু প্রশ্ন একটাই
      পাতার বাইরে ,মনের কোঠায়
                 জায়গা মিলল কী?
যাকে পাওয়ার জন্য এত-কিছু
পেয়ে ফিরিয়ে দিলাম কী?
সুস্বাদু বাংরেজির ককটেল!
আজ সমস্ত বিশ্ব যখন একুশোল্লাস করে
তোমার সন্তান তখন তোমাকে নিয়ে হীনমন্যতায়!
এমন বুদ্ধিহীন মিশ্রণের চুক্তিই কী
                        চেয়েছিলে তবে?
নাকি অন্যের ধার করা অাদবে
                মুক্তি চেয়েছিলে তুমি?
আসলে প্রভাতফেরি,শোকসভা না রাজসম্মান, কী চেয়েছিলে?
... গরবের আন্তর্জাতিকতাটুকুতেই হয়ে গেলে ইতিহাস ৷৷৷


feb-21