সময়টা ছিলো অনেক ঝড়ের,
বিক্ষুব্ধ বাতাসের রাত।
লাশের গন্ধ ছিল বরাবরের,
কুবীর্য মিলিয়েছিল হাত।


অামার মায়ের সূর্য সন্তান,
বুদ্ধিজীবী তাদের নাম।
আঁকছিল তারা বিজয় নিশান,
রেজাকার দেয়নিকো দাম।


মারল লাথি,ছুটলো বুলেট,
প্রাণ এফোঁড়-ওফোঁড়।
পাকি দালালের নির্মম ব্লেড,
বুদ্ধিজীবী হইনিকো হাতজোড়।


কাপুরুষ,নগ্ন,উন্মত্ত তোরা,
ভন্ড সন্ন্যাসীর দল।
ভাইয়ের পেটে মারলি ছোরা,
অামরা বুঝেছি ছল।


বুদ্ধিজীবীর নব সন্তান মোরা,
আমরাই তাদের  স্বপ্ন।
ছুটাবোই জয়ের টাট্টু ঘোড়া,
পিশাচ হবে নিশ্চিহ্ন।