লক্ষ‍্যে পৌঁছাতে অনেক ভূমিকা পালন করে পরিবার
হাত ধরে সাহস জোগায় সামনে এগিয়ে যাওয়ার।
মা আমাদের হাসিমুখে শেখায় মাতৃভাষা
বাবা দেখায় বাঁচার হাজার নতুন আশা।
ঠাকুমার গল্পে খুব আনন্দ হয় মজা আসে ভারি
বিনোদনের ক্ষেত্রে তার গল্প নিতো মন কাড়ি।
স্বরবর্ণ আর ব‍্যঞ্জেণবর্ণ হাতে ধরে লেখা
স্কুলের আগে এগুলো পরিবার থেকে শেখা।
পরিবার যেমন স্বপ্ন দেখায় আবার তা কেড়ে নেয়
পরিবারের সহয়তা না পাওয়ায় অনেকেই ঝড়ে যায়।
বাল‍্যকালে সবার ব্রেইন থাকে দারুণ পরিষ্কার
তারা নতুন নতুন কিছু করে দেখায় চমৎকার।
যার আবার লেখাপড়াতে এক থাকে ক্লাস রোল
সেও কিন্তু বড় হয়ে পেতে পারে পরীক্ষায় গোল।
এসব কিছুই পরিবারের পরিচর্যার অভাব
পরিবারে অশান্তি হলে সন্তানের উপর পড়ে প্রভাব।
সে তো সুন্দর ভাবে সবাইকে নিয়ে বাঁচতে  চায়
কিন্তু অশান্তিতে আপন লক্ষ্য রেখে থাকে দুশ্চিন্তায়।
কেউ আবার সন্তানদের দেয়না স্বাধীনতা
এর ফলে হারাতে পারে সে নিজের যোগ‍্যতা।
অনেকে উশৃঙ্খলতাকে স্বাধীনতা ভেবে চুপ করে রয়
একারণে অনেক সন্তানেরা বিপথের দিকে ধায়।
পরিবার যদি থাকে মোদের এক সুঁতায় গাঁথা
জুড়িয়ে যায় বাস্তব থেকে পাওয়া মনের ব‍্যাথা।
বিপদের মাঝে অন্তত পরিবার পাশে এসে দাঁড়াবে
এমন পরিবার পেলে জীবন যুদ্ধে জয়ী হওয়া যাবে।