ভুলে যাও পুরাতন দিনগুলো
যেখানে বন্ধু ছিলো সবাই
এসে গেছে প্রতিযোগিতার যুগ
হোকনা স্বজন ও ভাই।
কোমল মনটাকে লুকিয়ে বাইরে
প্রস্তর আবরণ পড়তে হবে
গম্ভীর ভাব না দেখালে
সবে পাত্তা নাহি দেবে।
কথায় কথায় অন‍্যকে ছোট-
করে নিজেকে বড় রাখা
নিজের জায়গা ধরে রাখতে
পিছনে না হয় দেখা।
যার যার জয়গান সে
তার মতো গেয়ে যায়
কার চাইতে কে ভালো
প্রকাশিত হয় তা সমালোচনায়।
সবাই সবাইকে করছে অনুকরণ
কে হবে সকলের সেরা
লড়াইয়ে যারা হারে তাদের
সইতে হয় অনেক ব্রীড়া।
সবাই ভালো হতে চায়
কিন্তু আছে একটা কথা
সকলের হৃদয়ে রয়েছে বা
প্রবেশ করছে প্রতিযোগিতার ব‍্যাথা।
বিজয়ী হয় একজনই তবে
কাউকে পিছনে ঠেলে নয়
সবাইকে নিয়ে একসাথে এগিয়ে
গেলেও সেরা হওয়া যায়।