স্বপ্ন যখন আকাশ ছোঁয়া
কিভাবে তাকে বাঁধি
একা একা ভেবে ভেবে
লুকিয়ে আমি কাঁদি।
রশ্মি বুঝি ঐ দেখায়
যখন ছুঁতে যাই
চারিদিকে আঁধার দেখে
ভয়ে পা গোটাই।
নির্জনে ভাবি চুপচাপ বসে
করি কি উপায়?
স্বপ্ন নিয়ে চিন্তা করলেই
আশা উঁড়ে যায়।
নানান শৃঙ্খল এসে আষ্টেপৃষ্ঠে
জড়িয়ে আমায় রাখে
হাজারো স্বপ্ন পরাজিত হয়
তখন বাস্তবতার কাছে।
ইচ্ছার পাখি ডাকতে গেলেই
রাখি চুপ করিয়ে
নিরাআশা এসে আমার দিকে
দেয় হাত বাড়িয়ে।
হারা জেতা মাঝে আমি
স্বপ্ন দেখি আবার
এগিয়ে যাব জীবনের পথে
করে দৃঢ় অঙ্গীকার।