হাজার পাওয়ারী চশমার ভেতর থেকে
এক প্রবীণ মুক্তিযোদ্ধা দৃষ্টি রাখে–
বাংলার আকাশে উড়ানো পতাকার দিকে,
আহ! এই পতাকা পেয়েছি কত ত্যাগে।


সবুজের মাঝে লাল বৃত্তটাতো রক্তের প্রতীক!
দেশের জন্য যারা যুদ্ধে ছুটেছিলো দিক বিদিক
–মনে কি ছিলো কারো; কে হিন্দু, কে মুসলিম?
সবার পণ– হটাতে হবে অত্যাচারী, জালিম।
আজ আনমনে সেই মুক্তিযোদ্ধা খুঁজে
                               লাল বৃত্তের মাঝে–
রক্তে আলাদা করতে যায় মুসলিম আর হিন্দু!
বুকের উপর চড়ে বসে বেদনার উত্তাল সিন্ধু ।


একটা স্বাধীন দেশের জন্য–
জাত-পাত, ধর্ম-বর্ণ, ধনী-গরিব সব ভুলে
সবাই হাতে ছোট-বড় অস্ত্র নিয়েছিলো তুলে;
তাইতো পেয়েছি কাঙ্ক্ষিত বিজয় পতাকা,
সবার বুকে লাল-সবুজের নকশা আছে আঁকা।
-----------------------------------------
১০/১২/২০২০🖋️      
একটি বাংলাদেশ- ১৬ থেকে ১০