অনেক অনেক স্বপ্ন ছিলো আমার–
বরষায় যৌবন ফিরে পাওয়া
শান্ত নদীর মতো,
অনেক অনেক গল্প ছিলো আমার–
সাঁঝের বেলায় বৃক্ষের ডালে ডালে
পাখিদের জলসার মতো।।


কে জানতো হঠাৎ আসবে ভাটা,
স্বপ্নের সামিয়ানায় পড়বে ঠাডা,
থমকে দাঁড়াবে গল্পের ফুলঝুরি,
শুকিয়ে কাঠ হবে মুক্ত নুরী!


তাই বলে কি আর জাগবে না
অবেলায়; কল্পনাতীত এই
ঝিমিয়ে পড়া জীবন!
শব্দের ফুল কুড়িয়ে মালা গেঁথে
সতেজ কি হবে না আর
ভঙ্গুর, ব্যথিত এই মন!


ঘুরে দাঁড়ানোই তো মানুষের স্বভাব,
আমার মাঝে কেন সেই ভাবনার অভাব?
আবার আমি আগের আমি-ই হবো,
চাই; সবার মাঝে না থেকেও থেকে যাবো।।
_______________
২৮/০১/২০২১🖋️