অনেক কথা দেয়া ছিলো–
আজকের এই দিনটির জন্য;
কোনো কথা-ই রাখতে পারলাম না,
বেঁচে যে আছি– এটাই এখন
অনেক বড় কথা তোমার-আমার জন্য।


আবারও কথা দিচ্ছি–
আসছে বছর যদি সুস্বাস্থ্য নিয়ে
বেঁচে থাকি এবং বেঁচে থাকো তুমি,
দু'জনে ছুটবো দুষ্টু প্রজাপতির মতো,
শঙ্খ চিলের মতো ভাসবো সাগর-নদীর বুকে,
ঘাসফড়িং হয়ে সবুজের বুকে নেচে বেড়াবো,
হলুদ সরিষা ক্ষেতে মৌমাছির মতো
আধো ঘুম আধো জাগরণে কাটিয়ে দেব
শীতের সারাটি বেলা তোমার পিছে পিছে,
তারপর হাজার মাইল পাড়ি দেওয়া
পরিযায়ী পাখির মতো ভীষণ ক্লান্তি নিয়ে
ফিরবো আপন নীড়ে ঠিক গোধূলির রঙ মেখে।


তুমি দুঃখ করো না,
তুমি অভিমান করো না,
তুমি মুখ ভার করে থেকো না–
আবারও কথা দিলাম; ভুল বুঝো না,
মনে রেখো, বেঁচে যে আছি– এটাই এখন
অনেক বড় কথা তোমার-আমার জন্য।
_______________
২৮/০১/২০২১🖋️
উৎসর্গঃ মোহনা