আজ আমি ছন্দে ছন্দে
                     কবিতার জাল বুনি আনন্দে।।
                গল্পের বঁধুকে রূপে গুণে সাজাতে
                    হরেকরকম উপমা পারি বানাতে।।
              আর সাজাই উপন্যাসের চরিত্রগুলো!
            যেন মুক্তর মতো ছড়ায় জীবন্ত আলো।


             আজ আমি ফুল-ফল, প্রজাপতি আর  
                         পাখির কণ্ঠ নিয়ে গান রচি,
   গাছ-গাছালি, নদী-সাগর-সমুদ্র, পাহাড়-ঝর্ণা
               আরো কত সৌন্দর্য ভেবে হৃদয় শুচি!


                       যা কিছু করি জীবনে মনেপ্রাণে,
                                 কাগজে আর কলমে,
        সবই তো বাংলায়, বাংলাকেই ভালোবাসি
                             জীবন-মরণ দমে-দমে।


পৃথিবী জুড়ে রয়েছে কত হাজার হাজার ভাষা!
উচ্চারণে মুখ বেঁকে যায়, মিটেনা মনের আশা।


     মা'কে আমি মা বলি, তার শ্বশুর আমার দাদু
     বাবার শ্বশুর নানা, আহা! বাংলায় কী জাদু।


                  আমি জন্ম থেকেই পেয়েছি আমার
                  মায়ের ভাষা– প্রাণের বাংলা ভাষা,
             এই ভাষাতেই হাসি আমরা ধনী-গরিব,
                     সাহেব-কুলি, মাঝি-জেলে, চাষা।
________________________
০৩/০২/২০১৯🖋️