আমি বাংলার রূপ দেখেছি একটুখানি-
                       স্বাধীনতা দেখি নাই,
বিবেকের পায়ে বাজে পরাধীনতার শিকল
              তবুও বিজয়োল্লাসে ভেসে যাই।


গর্ব করে বলি,
আমাদের ধমনীতে শহীদের রক্ত–
বৃথা হতে পারে না, বৃথা হতে দেবো না,
অন্যায়ের কাছে কভু মাথা নত করবো না,
                         করবো না; করবো না।
মনে মনে আমরা 'নরমের জম-শক্তের ভক্ত।'


আসলে নামেই শুধু রয়ে গেছি বাঙ্গালী,
পানি দেখে ছাতা ধরে আলো-আঁধারে
                             পথ চলি, অভ্যস্ত।
----------------------------------------
১৭/১২/২০১৬🖋️