কাগজের উপর আঁচড় কেটে
দাগ টানাটানি, ঘঁষামাজা করে
কী সব চিত্র এঁকেছিলে সে-ই সময়!
কোনো চিত্রেরই ছিলো না বাকশক্তি
                                       আজও কি আছে?
অথচ; তোমার সেসব চিত্র দেখেই
ঘুম ভেঙেছিল বিশ্ব-বিবেকের,
                                 কেঁদেছিল পাষাণ মন,
হয়েছিল বিহ্বল, আবেগে ভাসমান এবং
জীবনে বুঝেছিলো দুর্দশা কাকে বলে?
                    মানুষ কেঁদেছিল মানুষের তরে।


আজ কত শত শিল্পী, কবি, সাহিত্যিক,
গল্পকার, নাট্যকার, সাংবাদিক, উপন্যাসিক
                                   আরো কত পদধারী–
ভাষায় প্রকাশ করে কত কিছু! ভিডিওতেও
দেখায় কত অমানবিক, হৃদয়বিদারক দৃশ্য;
তবুও কেউ যেন কাঁদাতে পারে না কাউকে
মানুষের জন্যে; তোমার চিত্র যেভাবে
                             কাঁদিয়েছিল মানুষকে...।
                                      
আবার যদি আসতে ফিরে– নির্দয় শহরের
কঠিন বুকে, দূর্দশার ভীড়ে– বুভুক্ষু নীড়ে,
                         আমাদের কাঁদাতে শেখাতে!
_________________________
২৯/১২/২০২০🖋️        


উৎসর্গঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন