এতো বিতর্ক আর ভালো লাগে না; ভাবছি,
নিজেই একখান সঙ্গীত বানাই, ঘুরেফিরে আসে–
'আমার সোনার বাংলা....আমি নয়নজলে ভাসি....'
কেউ সাহায্য করবেন গভীর ধ্যানমগ্ন হয়ে একটু বসে?


কাজের কাজী নই'তো কেউ, অকাজে দেখাই দুঃসাহস,
ঘুরেফিরে আসে–'চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস...
আমার প্রাণে বাজায় বাঁশি,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।'
---------------------------------------
০৪/০৮/২০১৯🖋️