আকাশের মনটা ভীষণ খারাপ,
      কাঁদতে কাঁদতে কাঁদে না;
      জানি না কিসের সে লজ্জাবোধ?
      আবার হাসতে হাসতে হাসেও না,
      কোন সে গোমড়ামুখো'র প্রেমে
                       সমবেদনা প্রকাশ করে?


      আকাশের এমন আচরণীয় রূপ দেখে
      ফাল্গুনী বাতাসও বেসামাল—
      পোড়া তনু ছুঁয়ে গেলেও;
      মনের জীর্ণ প্রাচীর ছুঁইতে চায় না।


      ও আকাশ, আমার ভিতর-বাহির নিয়ে
      কেন খেলা করো ঋতু'র অজুহাতে?
      এ অধিকার তোমাকে কে দিয়েছে বলো?
      ভিতর কিংবা বাহিরের কষ্ট যত;
      থাক না সব আমারই কাছে একক—
                       কত গোপন করে রাখি!
      কেমন করে জেনে ফেলো তুমি!?


      খবরদার আকাশ; আমার জন্য
      নিজেকে কষ্ট দিওনা কখনো, তোমার কষ্টে
      অন্যকারো খুব ক্ষতি হয়ে যেতে পারে!
      আমি যেমনই থাকি; তুমি থেকো
                    প্রসন্নচিত্তে— সব্বার জন্য।
---------------------------------------
২৪/০২/২০২০🖋️