পড়তে আর ভাল্ লাগে না
যেন হয়ে গেছি পণ্ডিত,
কত্ত পড়লাম! তবুও ফাঁকা
মগজ-ঘরের চার-দিক।


যতই পড়ি; ভুলে যাই সমানে
ঠিক কলুরবলদ,
শখ করে আবার লিখি কিছু
সব গবরে গলদ।।


শ'খানেক বই পড়ে (দেশি-বিদেশি)
বলছি তেজে; পড়লাম কত্ত বই!
–কোন কোন বই পড়েছ বাছাধন?
নাম যে মনে নেই, অবাকও নই!


পাশের বাড়ির চান্দিছিলা;
হাসে, আমার কথা শুনে,
সে না কি পড়েছে হাজার বই!
বলে চুপিচুপি কানে কানে।


আরো বলে মুচকি হেসে–
যত বই; এই দুনিয়া জুড়ে,
পারবে না কেউ করতে শেষ
এক ভাগ; এক জীবনে পড়ে।


চিন্তায় ডুবে গেলাম ভীষণ ভাবে;
মুখখানা ভার করে; ঘরে ফিরে
হিসেব করে দেখি- জন্ম থেকে মৃত্যু
শেখার নেই যে শেষ, জানারও নেই শেষ,
শিখতে -জানতে যাদের নেই জরুরত;
তারা আর কী! খাঁটি জন্তু।


সমগ্র বিশ্ব পড়ে; জেনে, শেখে
কেউ করতে পারে না শেষ,
ভাবি- পন্ডিত শব্দটা কেন তবে
ব্যবহার করে মানুষ বেশ?


এ জগৎ সংসারে কেউ
হয় না কখনো পন্ডিত;
আমরা সবাই ছাত্র শুধু
জ্ঞানার্জনে নেই নির্ধারিত ভিত।
---------------------------------------
২৬/১১/২০১৯🖋️        
উৎসর্গঃ আমার সকল শিক্ষাগুরু।