আরশির সামনে মুখোমুখি দাঁড়িয়ে–
       যাকে দেখতে পাই; তার ভিতরে
       সেই মানুষটাই শুধু আমাকে বুঝে।


       –আমি কাঁদলে; সেও কাঁদে,
                আমি হাসলে; সেও হাসে,
                     সে-ই যেন পরম প্রিয় সঙ্গী।


       মানুষে মানুষে যত বিভেদ বাড়ে,
                       নড়বড়ে হয় সম্পর্কগুলো,
       তখন আরশির সামনে গিয়েই মানুষ
       শান্তি খুঁজে– খুঁজে পায় এক
                                  অখণ্ডনীয় বাণী–
       'কেউ কাউকে কোন মায়ার জালে
                            ধরে রাখতে পারে না;
       যদি কেউ নিজে থেকে না জড়ায়।'


       প্রত্যেকে বুঝে বেলা শেষে–
       কেউ ছিলো না পাশে প্রয়োজন ছাড়া,
       ডানা গজালেই পাখি উড়াল দেয়
                          সকল বন্ধন ছিড়ে...।
___________
১৯/০৪/২০২১🖋️