বছর পাঁচেক ধরে ও'পাড়ার বাবলু
        শহরের কোনায় এক ওয়ার্কশপে,
        গতর সমান কাজ করে রোজ রোজ–
        রোজকার আয়ে তার চলে ডাল-ভাতে।


        ঘরে বিধবা মা আর ছোট দুটি বোন,
        অভাব-অনটনে সাজানো সংসার।
        গেলবার করোনার শুরুতে হারিয়েছে বাপ,
        এখনো চোখ থেকে সরে নি আঁধার।।


        এবারো নীল করোনার কারণে
        শুরু হলে আবার লকড ডাউন,
        হায়! বন্ধ হয়ে গেলো সব কিছু,
        শুধু বন্ধ হয় নি পেটের টান।


        হাত পেতে পেতে কত আর চলা!
        বুকে কত কষ্ট!– সব যায় না বলা


        হায় করোনা– হায় লকড ডাউন!
        আর কত জন্মাবে বিষাদের গান?
________________________
২৭/০৭/২০২১🖋️