যত কঠোর হোক প্রশাসন—
        মানে না তা জীবনের প্রয়োজন,
        রিক্সা-ভ্যান চালক যত; সবার মতো
        রহিম চাচাও ক্ষতবিক্ষত।


        মাচায় তুলে রাখা কিছু আলু,
        ক'টা লাউয়ের খোলে জমানো চাল,
        মরিচ-পেঁয়াজ, তেল-নুন সব শেষ
        হতাশায় ভারী বুক, জীবন বেসামাল।


        নিরুপায় হয়ে আজ বেরিয়ে এসেছে,
        যাত্রীও জুটে গেলো কয়েক জন!
        শহরে ঢুকতেই ফুটো করে দিলো চাকা
        দায়িত্বে থাকা সরকারি প্রশাসন।।


        দেখলাম চেয়ে; ক'জন মিলে নিরবে,
        তার ঠোঁটের কোনায় করুণ হাসি,
        ব্যার্থ মনে, পায়ে হেঁটে নিচু মাথায়
        ফিরলো বাড়ি– নয়ন জলে ভাসি।।


        হায় করোনা– হায় লকড ডাউন!
        আর কত জন্মাবে বিষাদের গান?
_______________________
২৮/০৭/২০২১🖋️