একদিন হাওয়ায় মিলিয়ে যাবো–
          হবো আকাশের নীল–সাদা মেঘ,
                     কোন সফেদ গাঙচিলের
          ডানার উপর বসে উড়ে বেড়াবো;
          চষে বেড়াবো উত্তাল সমুদ্রের বুক–
          তবুও তোমায় ছোঁয়া হবে না বুঝি!


          কাছে আসতে আসতে রোজ
          তৈরী হচ্ছে শেষ ঠিকানা।
          তোমার কোলে মাথা রেখে
          যেসব গল্প-কবিতা-ইতিহাস
          শোনাবো বলে লিখে রেখেছি;
                              হাজার বছর ধরে–
          দুঃখ-কষ্টে, হতাশায় পান্ডুলিপি যত
          আত্মহননের পথ বেছে নিয়েছে।
          তবুও তোমায় ছোঁয়া হবে না বুঝি!


          অথচ; আমার কল্প রাজ্যে
          সর্প হয়ে করে যাও অবিরত দংশন!
          স্বপ্নগুলো সব নীলাক্ত হয়ে আছে।
________________________
                    ১৩/০৭/২০২১🖋️