করোনার প্রভাবে রাজধানীর রাস্তাঘাট,
অলিগলি, হোটেল, পার্ক, চিড়িয়াখানা,
অফিস, আদালত কিংবা স্টেডিয়াম–
হারিয়েছে তার চিরচেনা ব্যস্ততা;
সব কেমন যেন শূন্যতায় ঘেরা! ধীর গতিতে
আচ্ছন্ন প্রাণহীন এক বাংলাদেশ!
তবুও অদম্য বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই,
খুব শিগগিরই ফিরে পাবে প্রিয় শহর
                    তার আগের গতিময় প্রাণ।


তার আগে মুষলধারে বৃষ্টি হোক,
সব ধূলো ধূয়ে নিক উত্তাল বঙ্গোপসাগরে,
নিঃশ্বাসের সাথে কারো ফুসফুসে
আর যেন জমা না হয় কোনো ধূলিকণা।


আমাদের বয়স হয়েছে; তাতে কি!
'লকড ডাউন' উঠে গেলে হাতে হাত ধরে
হেঁটে যাবো– হাতিরঝিল, রমনা বটমূলে,
টিএসসি মোড়, সোহরাওয়ার্দী উদ্যান,
বোবার মতো চেয়ে থাকা জাতীয় সংসদের
সৌন্দর্য আর নতুন প্রেমিক-প্রেমিকাদের
প্রেম নিবেদনের খেলা দেখতে দেখতে
ক্লান্তির আবেশ নিয়ে ফিরব ডিনারের সময়।


আমার প্রেমিক হতে ইচ্ছে হয়;
দুর্দান্ত প্রেমিক হয়ে বাইকের পিছনে
তোমাকে বসিয়ে নিয়ে বড্ড ছুটতে ইচ্ছে হয়,
বড্ড ভয়ও হয়; এই কথিত 'লকড ডাউন'
কিংবা ঘাতক 'করোনা' চলে যাওয়ার আগে
সময়ের হাতছানিতে যদি সাড়া দিতে হয়!
---------------------------------------
০৪/০৭/২০২০🖋️    
উৎসর্গঃ  বদ্দা ( Anowar Chowdhury)