যদিও এই জগৎ সংসারে
আমি/ আমরা  ভীষণ ভীষণ একা,
বেঁধে রেখেছে আমাদের ব্যস্ততার সীমারেখা!
তবুও ভুলি না কাউকেই,
যাদের সাথে একদা হয়েছিলো দেখা।


এখানে কেউ থাকবো না,
       থাকবে শুধু প্রেমের দান,
           বাদবাকি ম্লান, দোদুল্যমান,
জীবন যুদ্ধের বৈরী স্রোতেও
            গাইবো ভালোবাসার গান।


ওগো বন্ধু আমার, 'বন্ধুত্ব' হলো
       সেই গানেরই প্রিয় শিরোনাম,
        পদতলে পিষে দিই সব বদনাম,
এ বন্ধনে স্বয়ং ঈশ্বর মহামহিমও
                 রাখেননি কোনো সর্বনাম।  
-------------------------------------
০৭/০৮/২০২১🖋️
উৎসর্গঃ মাসুম (Masud Dvm) এবং মানিক (Nizam Uddin Manik)