গতরাতে মুষলধারে বৃষ্টি হয়েছিলো,
আকাশের লক্ষণ বলছে আজও হবে–
আমি চাই না বৃষ্টি হোক; আমার চালার উপর,
                             বৃষ্টি হোক সীতাকুণ্ডে,
যেখানে আগুন জ্বলছে না– স্বপ্ন জ্বলছে,
আশা জ্বলছে, মন জ্বলছে, প্রার্থনাও জ্বলছে,
হাজার চোখের জলও জ্বলছে দাউদাউ করে,
                     মানুষের কথা বাদই দিলাম।


হে ঈশ্বর, তুমি ঘনকালো মেঘমালার উপর
কঠোর হুকুমজারি করো– ওরা যেন
ভেসে ভেসে গিয়ে থমকে দাঁড়ায়      
                   সীতাকুণ্ডের উপর সীমানায়,
যেন ঢেলে দেয় অবিরত বুকের সব জল,
যেখানে  আগুন জ্বলছে না– স্বপ্ন জ্বলছে,
আশা জ্বলছে, মন জ্বলছে, প্রার্থনাও জ্বলছে,
হাজার চোখের জলও জ্বলছে দাউদাউ করে,
                   মানুষের কথা বাদই দিলাম।
________________________
০৫/০৬/২০২২🖋️


২০২২, সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ভয়াবহতা দেখে লিখেছিলাম এই কবিতা....।