এই কথা কে শুনবে!
হঠাৎ চাঁদটার দিকে তাকাতেই
মনের আকাশ যেন ভেঙ্গে গেলো।


সেও তো আমার মতো একা; জন্ম থেকেই
আমি আমার জন্ম থেকে আর সে?
                             সে তার জন্ম থেকে; শুধু
দুজনের একাকিত্বে বয়সে কিছু ফারাক।


শুনেছি, চাঁদের আঙিনায় কোন এক বুড়ি
                             বসে আছে, বসে থাকে–
আমার মনের আঙিনায় অনেকে থেকেও
কেউ থাকে না, কেউ ডাকে না, কেউ খুঁজে না,
কেউ বুঝে না আমাকে, কেউ শোনে না
আমার কথা-ব্যথা, কেউ চিনতেও
                             পারলো না এই আমাকে
চাঁদের সাথে এখানেও আমার অনেক দূরত্ব।


আজ খুব ইচ্ছে করে-
চাঁদটাই যদি জীবন-মরনে বন্ধু হতো!
--------------------------------------------
২২/১১/২০১৮🖋️