শত জনম ধরে যেন যাচ্ছি পুড়ে
ফিরতে পারি না চেনা আপন ঘরে;
অথচ সেই ঘরেই আমি রয়েছি পড়ে!


সুখ খুঁজে ফিরি পথে প্রান্তরে,
ঝড়ের খেলা ধরি হৃদয় বন্দরে,
জোনাকির স্বপ্ন আঁকি বাবুই নীড়ে।


রোজ হারিয়ে যাই কত মানুষের ভীড়ে!
কেউ কারো হয় না আপন চিরতরে–
আলো ছাড়া আপন ছায়াও হারায় অন্ধকারে।


আমার আমি নই; দেখি হিসেব করে,
এ জীবন ফুরিয়ে যায় শুধু অন্যের তরে,
তবু আমার বসত আমাতেই থাকে আমায় ঘিরে।


দেখতে পেলে আপন ছায়া ভাবি অন্তরে–
আমার আমি হলেও একা স্বার্থ-সংসারে!
আমার ছায়া আমায় ছেড়ে যায় না দূরে।
___________________
৩১/০৩/২০২৩🖋️