মিসুতমা, দরদী কণ্ঠে প্রেমসুরে আর ডেকো না,
আমি শুনবো না, শুনবো না, শুনলেও শুনবো না,
চলে যে এসেছি অনেক দূরে- নীলাক্ত সময়ের স্রোতে
তবুও তোমার ডাকে দুটি পা থেমে যায় বারবার।


আর ফিরতে পারবো না, সময় চলে গেছে সীমানা ছেড়ে
তোমার মুখের দিকে না ফিরে, তোমার চোখে
জল ছল ছল দৃষ্টি না রেখে, নিশ্বাসের গন্ধ, শব্দ না মেখে
তবুও দূর থেকেই ভালোবেসে যাবো, দোহাই- ডেকো না।


হৃদয়ে অনেক ক্ষত, কত শত সময়ের কাটা আছে বিঁধে
মরণ ছাড়া যাবে না তার দাগ আর শত চেষ্টাতেও
পারবো না ভুলতেও তোমাকে, তাই দূর থেকেই
ভালোবেসে যাবো, কাঁদবো নিরবে তোমারই মতো।


এই প্রেম থাকুক অমর হয়ে মনে মনে- লোকালয় থেকে
না জানুক কেউ; ক্ষতি কী- নাই বা হলো লিখা
কোন গল্প- কবিতা- উপন্যাস। না পাওয়ার বেদনায় নিত্য
হৃদয়ের ক্ষতগুলো ধুয়ে যাবো বারবার তুমি-আমি।
-------------------------------------------
০৯/০৯/২০১৭🖋️    
উৎসর্গ :--- মিসুতমা।