ডাক্তার নই আমি; নই বিশেষজ্ঞ,
স্বাস্থ্য জ্ঞানে তো পুরোটাই অজ্ঞ।


উপসর্গ নেই যে কোনো
ভাবি তাই আছি ভালো,
তবে আতঙ্ক ছুটে পিছু
হৃদ-ঘর ভয়ে কালো।


হতে পারি যখন তখন 'করোনা'য় আক্রান্ত,
সে-ই ভয়ে দিনমান হয়ে থাকি ভারাক্রান্ত।


ফলাফল আর যা-ই হোক–
নেগেটিভ কি-বা পজিটিভ,
ফলাফলটা যে হাতে আসে
যখন শুকিয়ে যায় জিভ।


এরপর আরো আছে; স্বজনদের কটুকথা–
'করোনা'র চেয়ে বেশি কাবু করার ক্ষমতা।


বলবে কেউ ছিলাম পাপী–
আজ পাচ্ছি পাপের সু-ফল,
উপর থেকেই এসেছে গজব;
ঝরুক আমার চোখের জল।


ভেবে, 'করোনা টেস্ট'-এ এক কদম বাড়ালেও
পিছিয়ে আসি শত কদম, বুকে বেদনার ঢেউ।


তারপরও করজোড়ে অনুরোধ–
করাতেই হবে 'করোনা'র টেস্ট;
নিজের ভালোমন্দ নিজে বুঝে
জীবন সুস্থ রাখাটাই যে বেস্ট।।
-----------------------------------------
২০/০৬/২০২০🖋️