ব্যস্তময় জীবনের প্রতিটি ফাঁকে
বেদনার নীল তীরের বাঁকে
একাকী দাঁড়িয়ে খুঁজি সুখের শামুক।
জ্যোৎস্নার রং ধরি দু হাতে
মনটাকে প্লাবিত করি ফুল সৌরভে
সত্য হলো- অভিনয়, বাকিটা অসুখ।


ডাহুকের মতো অবিরত ডাকি
জেগে উঠে ঘুমন্ত ভোরের পাখি
আলোর চাদর বিছিয়ে দেয় সূর্য।
কেউ চিনলো না আমায়, সবাই আপন-আপন
এ কথা বুঝে না মোর পোড়ামন; কালো নয়ন,
পৃথিবী হারিয়ে ফেলেছে তার সৌন্দর্যের মাধুর্য্য।
------------------------------------------
২৬/০৮/২০১৫🖋️