নিজেদের প্রত্যেকের প্রতি
একটা চাপা ক্ষোভ থাকা চাই,
কিছুটা হলেও লজ্জাবোধ থাকা চাই,
নিজেকে নিজেই ছাড়িয়ে যাবার
একটুখানি হলেও প্রতিযোগী একটা
                                    মনোভাব থাকা চাই,
চাই আত্মসমালোচনা মূলক অনুশোচনাবোধও–
নাই নাই নাই; যেন কিচ্ছু নাই...।


বিশ্বকাপটা চাই-ই; এমন বলি নি,
হার-জিত খেলার অবিচ্ছেদ্য অংশ,
ভালো খেলাটা উপহার দাও–
                                     এমনই চাওয়া ছিলো।


দায়িত্বহীন, কর্মকাণ্ড জ্ঞানহীন কিংবা
আত্মভোলা হয়ে খেললে যা-ইচ্ছে; তাই!
ষোল কোটি প্রাণের হৃদয়ে একটুখানি
আনন্দের মশাল জ্বালানোর বিপরীতে
                          উপহার দিলে বেদনার কূপ!
ভেবো না; এজাতি তোমাদের ক্ষমা করবে,
কারণ, আমরা যেমন পাগল-উন্মাদের মতো
ভালোবাসী বাংলাদেশকে; ঠিক তেমনই
                     ক্রিকেট প্রেমী পাগল ও উন্মাদ।


অশান্ত, অস্থির হৃদয়ে একটুখানি ছোঁয়াও
প্রত্যাশার প্রশান্তি; ঘুরে দাঁড়াও, গর্জে ওঠো–
                               আহত বাঘের মতো হয়ে।
_____________________________________
০২/১১/২০২১🖋️      


টি-20 ক্রিকেট বিশ্বকাপ ২০২১-এ
অংশগ্রহণকারী বাংলাদেশ দলের ধারাবাহিক ব্যর্থতার কারণে বিষন্ন মন থেকে লিখা এই কবিতা।