আজ মেলেছি ডানা যত বন্ধু আছি
     নেই; নেই; নেই রে কোন মানা,
     আহা; কচি কালের কত প্রিয় মুখ!
     ফুরায় নি শৈশব স্মৃতির সীমানা।

     করোনা'র তন্ডবে বিশ্ব জবুথবু
     দু'বছর হয়নি কারো ঈদ আনন্দ,
     এবার সবাই মেতেছি খোশ আমদে;
     এখানে থাকতে পারে নি কোন মন্দ।


     সবাই হয়েছি এক; চিরচেনা সেই
     বিদ্যাপীঠ; বোদা পাইলট স্কুল মাঠে,
     আহা; আজ ভুলে গেছি আমরা সবাই
     জীবিকার তাগিদে কে থাকি কোন ঘাটে!


     –কথা ছিলো আমিও থাকবো সাথে
     মরচে ধরা স্মৃতিগুলো সব হবে জীবন্ত,
     যেন ধুম্র জালে জেগে উঠবে শৈশব;
     সময় ফুরাবে; তবু হবে না গল্পের অন্ত।।


     খোলা ঐ নীল আকাশের নিচে হলো
     কত গল্প! কত সুখ-দুঃখ স্মৃতিচারণ,
     বিষন্নতা ঝেড়ে সতেজ হলো সবুজ ঘাস,
     সময়-ই ফুরালো, ফুরালো না স্মৃতির কাহন।


     এমনই নিয়ম সব হয় না শেষ,
     সময়েরই বড় সংকট জীবন যুদ্ধে,
     লড়াই করেও কেউ জেতে না
     কোন কালে  এই সময়ের বিরুদ্ধে।


     ভালো থাকিস বন্ধু তোরা–
     কর্মে যে যেখানেই থাকিস,
     উঁচু-নিচু, জাত-পাত, ধর্ম-বর্ণ ভুলে
     বন্ধুত্বের স্মৃতি কথা যত
     হৃদয়ে যতন করে রাখিস।
_________________________
       ০১/০৫/২০২২🖋️
উৎসর্গঃ আমার বন্ধুদের (২০০২, এসএসসি ব্যাচ)