সেদিন বিকেলে ফিরছি কাজ শেষে ঘরে
পশ্চিম দিগন্তে সূর্য  চুপিসারে একা;
ফিরছে তার আস্তানায় খুব তাড়া করে,
পথে গোধূলির সাথে হয়ে গেলো দেখা।
তখনো হয় নি কাটা সোনালী ফসল,
শালিকেরা খেলা করে ক্ষেতের ভিতর,
সওদা করতে যায় দেখো; হাটুরের দল,
রিক্সা ভ্যান গাড়ি  ছুটে পথের উপর।।


বাঁশ ঝাড়ের ওপাশে সূর্য যায় ডুবে  
গোধূলি মলিন হয়; অন্ধকার সাজে।
হিম বাতাসের তোড়ে পাতা ঝরে সবে,
বক-ঘুঘু-টিয়া ব্যস্ত; প্রিয় নীড়- খুঁজে।
আমার নয়ন জোড়া সিক্ত বার বার;
গ্রাম বাংলার অপূর্ব  দৃশ্যে একাকার।।
-------------------------
০৫/১১/২০২০🖋️
রূপসী বাংলা-  ১২ থেকে ০৮
অক্ষরবৃত্ত ছন্দ (পয়ার) ৮(৬+২) + ৬ = ১৪ মাত্রা।
পর্ব সংখ্যা- ২