হৃদয়ে জমানো ব্যথাতুর কাটা
       ভেদ করেছে শক্ত বুক,
       আজ তোর থেকে দূরে থাকাই
       তোরই জন্য বড় সুখ...।।


       কাছাকাছি থাকলে জড়িয়ে ধরবি
       এই কাটা গজানো বুকে–
       শরীরে খুব ব্যথা পাবি; তাই
       দূরে থাকছি তোর থেকে।।


       হয়তো ভাবছিস আপন মনে
       আমি আজ নির্মম– স্বার্থপর,
       যা খুশি ভাবতে পারিস তুই;
       ভেঙ্গে গেছে ভালোবাসার ঘর।।


       তবুও হায়; ফেলে আসা পথে
       আনমনে বারবার দেই উঁকি,
       পাথর হৃদয়ে; বোবা কণ্ঠে
       কাকে যেন যাই ডাকি।।


       বুঝি না হায়; গন্ধ ফুরালে
       থাকে না যে বকুলের দাম,
       স্মৃতির পাতা উল্টিয়ে দেখি–
       পাওনা শুধু শব্দে শব্দে বদনাম।।
________________
২৩/০৪/২০২১🖋️