কাচা রোদ ভেদ করে শীতের কুয়াশা,
     বৃক্ষের পাতায় জ্বলে সোনালী আমেজ,
     ডানা ঝাপটায় পাখিরা— ঝরে ভালোবাসা,
     মৃত্তিকার ভ্যাপসা গন্ধে হৃদয় সতেজ।।
     মিষ্টি রোদে লজ্জা পায় শিশিরের ফোটা,
     ফুলের গায়ে উষ্ণতা– মৌমাছি অস্থির,
     দোয়েল, শালিক- নাচে; চলে ধান কাটা,
     নতুন ধানে কৃষক থাকে না তো স্থির।


     হাটের দোকান খোলে; পুরি আর ডাল,
     সব্জির বাজার জাগে— মানুষের ভীড়,
     বিকেলে চায়ের কাপে আড্ডা বেসামাল–
     দেশ- জাতি- ধর্ম আর রাজার নীতির।।
     গ্রামীণ বাংলা থেকেই শুরু হয় সব–
     সুখ-দুখ, হাসি-কান্না জীবন-উৎসব।
---------------------------------------
০৯/১১/২০২০🖋️                
রূপসী বাংলা - ১২ থেকে ০৯
অক্ষরবৃত্ত ছন্দ (পয়ার) ৮(৬+২) + ৬ = ১৪ মাত্রা।
পর্ব সংখ্যা- ২