তুমি দেখাতে পেরেছো–
    তোমার ভিতরের রক্তাভ রূপ,
    তাইতো তোমার উপর হাজার জনের
    হাজার রকমের দৃষ্টি– মতপ্রকাশ!
                  মানুষও যদি তোমার মতো
    দেখাতে পারতো তাদের রক্তাক্ত হৃদয়!


    কতক জীবনে হাসির শব্দে ঝরে পড়ে
    দুঃখের রঙ, রক্তাভ নির্ঝর!
    কতক হৃদয় পুড়ে পুড়ে অঙ্গার!
    চোখের জলে ঝরে পড়ে বর্ণহীন লাভা!
                         নজর কাড়ে না কারো।


    তোমার রঙ দেখে যে যা-ই ভাবুক–
                       হোক যতই বিমোহিত!
    আমার ভাবনাটা সম্পূর্ণভাবে আলাদা–
    বছরজুড়ে যত যন্ত্রণা পেয়েছো!
    একাকীত্বে ভিতরে ভিতরে কতটা
    হয়েছো ক্ষতবিক্ষত– প্রত্যেক বসন্তে তুমি
                             লাল রঙ ধারণ করে
       সেসব ব্যথার কথাই প্রকাশ করো।


  অথচ; লোকে ভাবে
  রঙে রঙে রঙ্গিন সুখের আবেশে চমৎকার!
_______________________
১১/০৩/২০২২🖋️