যে হাসতে জানে, মৃত্যু বাণেও
             হেসে যাবে অবিরাম;
             সেই হাসি দেখে হিংসুটেরা
             নিজে নিজে জ্বলবে,
             আরো বেশি জ্বালানোর রসদ
             খুঁজবে, লাভ নেই–
             অন্যকে জ্বালাতে গিয়ে একদিন
                             অনুশোচনায় পুড়বে।


             সে-ই হাসি ভরা মুখে
             পার করতে চাই জীবন সময়
             আসুক যত জ্বালা যন্ত্রণা
             জীবনের সময় ধরে,
             মন কাবা'তে গুম রেখে
             পাড়ি দিবো অনন্তকাল,
             হেসে হেসেই একদিন
                     হারিয়ে যাবো মরণ- ঘরে।
------------------------------------------
২৫/০১/২০২০🖋