তোমার সুখ দেখে আমি আশ্চর্য হয়ে যাই,
সফেদ কবুতরের ঘরেও এতো সুখ নেই।
তোমার কর্ম, বাড়ী- গাড়ি, পরিবার-পরিজন
যতনে সাজানো সুখের কোনো জান্নাতি কানন।


তবুও জ্যোৎস্না তোমার হৃদয় ছু'তে পারে না,
শান্ত স্রোতস্বিনীর ঢেউ তোমার মন কাড়ে না,
জুঁই- চামেলি, কোমল কাঁশফুলে দৃষ্টি থামে না,
বহুকাল ধরে হৃদয়ে বসন্তও আসে না।


তাহলে? সব তোমার অভিনয় মাত্র!
নিজেকে ভালো রাখতে বেছেছো এই পাত্র,
তোমার সুখের অন্তরালে কষ্টের যে ঢেউ চলে,
সেই কষ্ট আমি ভাসিয়ে দিয়েছি নয়ন-জলে।


এই কবিতার বাণে তোমায় বলি-
নেই কোন আফসোস, অভিযোগের ঝুলি,
যা হবার হয়ে গেছে–সে অতীত ছাড়া কিছু নয়,
শুকনো চোখে; মন পুড়িয়ে জীবন যুদ্ধে
                     আর নয় সুখের অভিনয়।
-------------------------------------------
০৭/০৩/২০১৭🖋️