৫২ দেখিনি; ইতিহাস পড়েছি
     ৬৯! দাদুর মুখে শুনেছি।
     ৭১! বাবা-ই নাকি তখন নবম শ্রেণীতে
     ৭৫! সেতো আমার জন্মের দশ বছর আগে,
     ৯০ দেখেছি–বুঝতে শিখি নাই তখনও।


     তবে বুঝতে শেখার পর যা দেখলাম–
     তা মনে এলে হুশ হারিয়ে যায় বারবার।


     বারবার মনে পড়ে–এস এম কিবরিয়া,
                     আহসান উল্লাহ মাস্টার
     কি নির্মম পরিনতির শিকার!
     সমকালের সাংবাদিক!
     গৌতম দাশের রক্ত
     তার ঘরের প্রত্যেক সীড়িতে যেন
                 স্বাধীন বাংলার মানচিত্র।


     এরপর জেএমবি বাংলা ভাইয়ের তান্ডব!
                              আরও মনে পড়ে
     ২১শে আগস্ট, ২০০৪! গ্রেনেড হামলা,
     ২৮শে অক্টবর, ২০০৬! লগি বৈঠার খেলা,
     ২০০৯! পিলখানা ট্রাজেডি,
     ২০১২! দর্জি ছেলে বিশ্বজিত্‍ হত্যাকান্ড,
     ২০১৩! জামাত বিএনপির  অবরোধ
                     ককটেল, পেট্রোল বোমা,
     শাপলাচত্ত্বরে হেফাজতের সমাবেশ!
     নাহ্, আর লিখতে পারছিনা...


     এবার প্রশ্ন দিলাম ছুড়ে-
     সেই ৫২, ৬৯, ৭১, ৭৫, ৯০
     বর্তমান রাজনৈতিক চরিত্রের কাছে
                     ম্লান হয়ে কি যায় নি ?
_______________________
১৫/১২/২০১৩🖋️