এ যে স্বার্থপরতার জটিল অভিনয়–
যতই থাকো পাশে সর্বক্ষণ!
কখনো ভাঙবে না এ মন–
হোক ব্যথার ঘর্ষণে যত বড় ক্ষয়।।


আহ্, ভেবোনা সূর্যটা আর হারাবে না,
আসলে সন্ধ্যা অকালে ,
অবহেলা করে সকালে
ছুড়ে ফেলা প্রদীপটা কি জ্বালাবে না?


হয়তো একদিন আবার খুঁজবে আমাকে,
আজ তুমি ভাবছো যখন-
আমার নেই কোন প্রয়োজন!
ভাবনাটাই লজ্জিত করতে পারে তোমাকে।


সেদিনের জন্য আমি প্রস্তুত সর্বদা দিন-রাত
যদি প্রয়োজনে ডাকো কোন দিন;
বন্ধ করে দিয়ে ব্যথার সব বীণ-
ছুটে যাবো পাশে, বাড়িয়ে দিয়ে শক্ত দু'হাত।


খানিক যতনে সেদিন ঐ অতীতেরই মতো
উঠবো আনন্দে জ্বলে,
জীবনের প্রতিটি পলে
সবটুকু ভালো দিবো বিলিয়ে লুকিয়ে ক্ষত।।
------------------------------------------
০৩/০৭/২০১৯🖋️