এখন তিন পায়ে পথ চলে সে
প্রাচীন বৃক্ষের মতো নুয়ে পড়েছে বয়সে–
দেখেছে বায়ান্ন, সাতষট্টি, ঊনসত্তর, একাত্তর,
          পাড়ি দিয়েছে নদী-সাগর-সমুদ্দুর।


দাঁত নেই একটাও, কাঁপা কণ্ঠে  ডেকে যায়–
                            'আয় খোকা আয়।
দেড় সের চিড়ামুড়ি, একপোয়া গুড়–
কত দিন চলবি আর! যাবিই বা কতদূর!
ঐ দেখ, আকাশে উড়ছে পতাকা
তুই এবার বেরিয়ে আয়, দে'না বাবা দেখা...।'


হয়েই তো গেলো ঊনপঞ্চাশ বছর
                   তাকেও ডাকছে কবর,
জানে না, খোকা আছে কোন ছায়াতলে?
সিক্ত হচ্ছে কোন ঝর্ণা জলে?
বাংলাদেশও হয়ে যাচ্ছে বুড়ো
ভেঙে পড়েছে তার স্বপ্নের চূড়ো,
কোথাও খোকাকে নিয়ে গল্প হয় না,
বেঁচে আছে? না কি হয়েছে শহীদ?
               আজও কেউ জানে না।


একটা স্বাধীন দেশ পেয়েছি ঠিকই,
শুধু যাঁদের জন্য পেয়েছি স্বাধীন বাংলাদেশ–
তাঁদের অনেকেই ফেরেনি আজও আপন ঘরে,
                  অপেক্ষার প্রহরও হয় না শেষ।        
-----------------------------------------
০৭/১২/২০২০🖋️    
একটি বাংলাদেশ- ১৬ থেকে ৭
(এ কবিতা যদিও বা কল্পনাপ্রসূত–
রয়েছে অজস্র অজানা ঘটনা যা; ধ্রুবসত্য।)