একটা চিঠি লিখেছি তার নামে
                           সাত সকালে,
বাহককে বলেছিলাম– খুব যত্ন করে
তার চলার পথে ফেলে রাখতে
                         চুপিসারে; যাতে
চলতে ফিরতে কোনো এক বেলা
পেয়ে যায় খাম হীন সেই চিঠিখানি...।


পুবের সূর্য দক্ষিণ হয়ে দেয় ডুব
পশ্চিম দিগন্তে; গাছে গাছে পাখিরা
দিন শেষে মধুময় জলসা বসায়,
আঁধারের চাদর গায়ে নিয়ে সন্ধ্যা আসে,
হারিয়ে যায় সময় গভীর রাতের রং মেখে,
                             অন্তহীন অপেক্ষা।


তবুও আসে না চিঠির জবাব; বোধহয়
অভিমানী সারাদিন বেরোয়নি ঘর থেকে,
                          কি করে বুঝবে সে–
আমার ব্যথা, আমার দুঃখ, আমার হাসি?
মান করেই রইলো বসে, একলা মনে,
দু'জনেরই মনের যন্ত্রণাগুলো জ্বলে,
             জ্বলে জ্বলে দ্বিগুণ হতেই থাকে।।
________________________
০৬/০২/২০২১🖋️