একটা  কবিতার একটা চরণ,
সেই একটা চরণের একটা উপমা,
ফের একটা উপমার একটা শব্দের
রূপ-রস, গন্ধের মৌলিক বর্ণনায়
ফুরিয়ে যেতে পারে পূর্ণ শশীর
                        সবটুকু জ্যোৎস্না!


একসময় জোনাকি মেয়েরা করবে
                      ঘুমের আয়োজন।
ভোরের শুভ্রতায় ডানা ঝাপ্টিয়ে
পাতা নাড়িয়ে জেগে উঠবে সব পাখি,
ঝিঁঝিঁ পোকারা ক্লান্ত হয়ে ঘুমোতে যাবে;
তবুও আলোচনা শেষ হবার নয়–
তাই বলে শ্রোতাদের ধৈর্যের সীমা
                    ভাঙবে না! নয়তো এমন।


লোকে আজ ঘড়ি পরে না ঠিকই;
কিন্তু সময়ের প্রতি কেউ উদাসীন নয়–
                 কবিগণ হলেও হতে পারে।
কোন বইয়ের মৌখিক আলোচনা
ছোট হওয়াই বাঞ্ছনীয়– বইয়ের
ভিতরকার রহস্যরস শুষে নেওয়ার
দায়ভার পাঠকের উপরই ন্যস্ত থাকুক,
যে যার মতো বুঝে ব্যখ্যা করুক–
ভুল ব্যাখ্যার সঠিক জবাব লেখক
                     ফের কলম ধরেই দিক।
__________________
০১/০৪/২০২২🖋️