গতকাল ঈদুল আযহা চলে গেল
মাঠে মাঠে ঈদের নামাজ না হলেও
মসজিদে মসজিদে নামাজ হয়েছে ঠিকই–
কুরবানীও হয়েছে যার যার সাধ্য মতো।


চেনা মাঠে এবারও ঈদের নামাজ
আদায় করতে পারি নি,
কথা ছিলো হাসীবকে নিয়ে; তার হাত ধরে,
বাপ-বেটা ঈদগাহে যাবো এবার,
তার এখন তিন বছর শেষের দিকে–
ঘরেতে নামাজ পড়লে সে পাশে দাঁড়িয়ে যায়,
আমার সাথেই রুকু-সিজদা করে,
আসছে সেপ্টেম্বরে চার বছরে পা রাখবে সে।


কথা ছিলো ঈদগাহ থেকে ফিরে
দাপিয়ে বেড়াবো; মন যেখানে যেতে চায়–
তাস'ও থাকবে সাথে সারাক্ষণ।
না, হলো না– হায়! 'করোনা',
আর কত ধিক্ জানালে তুই পালাবি?
আমার মতো আরও অনেকের আশাতো
মাটি করে দিচ্ছিস অবেলায়,
বলতো আর কতজনের আশায় খশখশে
বালি দিলে শান্তি পাবি তুই?


চুপে চুপে ঈদ- ঘুরাঘুরি কে করতে চায়?
আমরা যে আনন্দপ্রিয় জাতি...।
--------------------------------------
০২/০৮/২০২০🖋️