পৃথিবী ফিরে পেলো হারানো গতি!
অন্তত আমার দেশের মানুষ; বাঙালি সব–
সব ভয় দূরে ঠেলে মাঠে নেমে পড়েছে।


এখনও মৃত্যু এবং আক্রান্ত কিংবা সনাক্তের  
গড় পরিধি মোটেও কমেনি; অথচ–
১লা সেপ্টেম্বর থেকে না-কি আগের ভাড়ায়
চলবে গাড়ি, চলবে লঞ্চ-ফেরী, রিকশা-ভ্যান,
আগের ভাড়ায় চড়বে যাত্রী– গিজগিজ করবে
শহর-বন্দর, সিনেমা হল, পার্ক-চিড়িয়াখানা,
সমুদ্র সৈকত– ক্যাসিনোর টেবিল, মদের বার,
জমে উঠবে মাছের আড়ৎ, সব্জি বাজার,
চায়ের স্টল, পান দোকান, আহ্! আড্ডা–
ভয়াল 'করোনা'র দাঁড়াবার স্থানটুকুও আর
রইবে না– বেচারা! ভ্যাকসিন আসার আগেই
দম বন্ধ হয়ে এমনিতেই মরে যেতে বাধ্য;
তাছাড়া আমাদের ঔদ্ধত্য আচরণ তো আছেই।


বাঙালির দুঃসাহসিকতায় কেউ জয়ী হতে
পারে না, অতীতেও পারে নি কেউ....।
তবুও ভাবনা; করোনা'র বিদায়!
আমাদের দুঃসাহসিকতায় না-কি উদাসিনতায়?
বড় কোনো বিপদে বিপর্যস্ত না হলেই ভালো।
------------------------------------------
২৯/০৮/২০২০ 🖋️