একটা বীণ বেজে চলে–
মনের ভেতরের গোপন মনে
বেলা অবেলায়, সুরে বেসুরে বেজেই চলে।


তার প্রার্থনা–
আমি যেনো দিক ভুলে যাই
বাউন্ডুলে বাতাসের মতো ঠিকানাহীন
মাঠে প্রান্তরে ঘুরে বেড়াই, পথভ্রষ্ট এলোচুলে
                      শতবর্ষী পাগল হয়ে থাকি।


একটা বীণ বেজে চলে–
আমাকে পোড়াতে, আমাকে খোঁচাতে
মগজকে চিড়ে চিড়ে শেষ করে দিতে অকালে ।


হায়! আফসোস, ক্লান্ত হয়ে থেমে যায়
আমি নাছোড়বান্দা, আমাকে নিতে পারে না
তার নিজের নিয়ন্ত্রণে; তবে ছাড়ে না হাল
আমার একটু নিরবতায় সে আবার
বেজে উঠে; আমিও আর চাই না
সে থেমে যাক– সে বেজেই চলুক
                          তার মতো করে...।
-----------------------------------------
১২/০৭/২০১৮🖋️