এক পশলা বৃষ্টি এলে জেগে উঠে সবুজ ঘাস
টিপ-টাপ শব্দ শুনে উকি মারে দীঘির মাছ।
হিমেল হাওয়ায় দেহ মাঝে ভীষণ শিহরণ,
প্রকৃতির রুক্ষ বুকে চলে খুব খুশির নাচন।
কচি-কাচা সবে জলে ভিজে মনে আনন্দ খুব–
ছোট শিশু ঘরে বন্দি বৃষ্টি দেখে অবাক-চুপ।


রোজ একটু বৃষ্টি এসে ধুয়ে দিক আমাদের–
মন-প্রাণ পাপ-ছাপ; কষ্ট-ব্যথা আপন পরের।
হিংসা-বিদ্বেষে মানুষ আজ কালো হয়ে আছে;
লাভ-লোকসান ভেবে অন্ধকারে ডুবে গেছে।
যেমন করে ঘন-বর্ষণ ধুয়ে দেয় প্রকৃতির মল,
জরাজীর্ণ বৃক্ষরাজি সতেজ করে; করে টলমল,
ওগো বৃষ্টি তুমি এসো হিসেবের খাতা ভুলে;
আমাদেরও দাও ধুয়ে তোমার পূতপবিত্র জলে।
---------------------------------------------
০৬/০৩/২০২০🖋️