অকূল পাথারের ঢেউ ভাঙা বুকে
   ভাসে জীবনের ছোট্ট ডিঙি নৌকা,
   পরম তিন যাত্রী নিয়ে সে এক মাঝি
   জল ছেঁকে ছেঁকে এগুতে থাকে একা।


   যাত্রীরা তাড়া করে; দ্রুত পৌঁছাতে ওপারে,
   অন্যথায় লুট হবে কাঙ্ক্ষিত সুখ-পরশ,
   মাঝি আপ্রাণ দু'হাতে বৈঠা বাইতে থাকে–
   এপার-ওপার দূরত্বে কমেনা তো যশ!


   এক জীবনে নামে হাজার জীবনের ক্লান্তি;
   জোয়ান দৃষ্টিতে অমানিশা; জোনাকির খেলা,
   যাত্রীরা নাছোড়বান্দা– আরো গতি চায়;
   যেন অচিরে ফুরিয়ে যাবে তারার মেলা।


   এ খেলায় মাঝি মরুক কিংবা বাঁচুক–
   সেদিকে  নেই কারো এতটুকু খেয়াল,
   জীবন গেলেও; পৌঁছাতে হবে গন্তব্যে
   রক্ষা করতে হবে সুখ-স্বপ্ন, জানমাল।


   ক্লান্ত জীবনে নামে ফের যখন-তখন
   প্রাকৃতিক ঝড়-ঝাপটা; মাঝি নিরুপায়–
   জীবন-মরণ, অস্তিত্ব সংকটে– এমন কালে
   শুনে; কারা যেন পিছু ডাকে!– অপেক্ষায়।


   ঘাটে রয়ে গেছে যারা; একদিন ওরাই
   ছিলো জীবনের সব– শূন্য থেকে এনে
   গড়েছে তিল তিল করে আপন সুখ ভুলে!
   নিরুপায়, দিকভ্রান্ত মাঝি; যাবে কোন পানে?
________________________
২৬/০১/২০২২🖋️