এক পাগলের এক ফটো পেয়ে
লিখেছিলাম এক কবিতা,
সেই কবিতায় ঐ পাগলই ছিল
মহানায়ক, নায়িকা তিলোত্তমা।


ফটো দেখে যা করেছিলাম অনুমান-
তিলোত্তমার জন্য এক প্রেমিক
ভুলে দুনিয়াদারি, নিজের কথা,
হয়েছে প্রেম ভিখারি, ভূখা পথিক।


সবকিছু ভুলে গেলেও সে
ভুলতে পারেনি তার তিলোত্তমাকে,
খেয়ে না খেয়ে হাড্ডিসার হয়েও
যেথায় সেথায় আঁকে তার প্রিয়তমাকে।


লোকে তাকে পাগল বলে
আমার তাতে ভিন্নমত–
প্রেমেতে পাগল হওয়া
থাকে না সবার হিম্মত।


তাকে করেছিলাম মহানায়ক
স্বর্গের অর্ধেক অংশীদার,
বদ্দা'র চোখে সে হিরুইঞ্চি
নতুবা জেনুইন ডান্ডিখোর!


কে জানে কার কথা সত্য?
আমিতো আমার মতো লিখেছি,
বদ্দার মত ভিন্ন হওয়ায় আমি
আরেকটা কবিতার শব্দ মালা পেয়েছি–


"কেউ কারো কাছে মহানায়ক,
হতে পারে অন্যের কাছে খল–
সবার দর্শন হয় না যে এক
এই তো; এই দুনিয়ার চল....।
---------------------------------------
০৮/০৮/২০২০🖋️