শুধু জন্মদিনে নয়– শুভ কামনা নিরন্তর,
                 গতরাত কাটিয়েছি নির্ঘুম,
তোমায় নিয়ে একটা কবিতা লিখতে
হাজার পাতা ছিড়েছি– মিলাতে পারিনি
দু'টো লাইন! কি করে মিলবে; বলো?
চাঁদ-তারা, ফুল-পাখি, নীহারিকা-ঝর্ণা,
কাশফুল, নদীর শীতলতা, বসন্ত কিংবা শরৎ,
হিমেল বাতাসের শিহরিত পরশ, কুয়াশা–
সবুজ ঘাসের উপর জ্বল জ্বল করা
শিশির বিন্দু, শুভ্র সকাল, রংধনু–
                           গোধূলি; কোন উপমাই
তোমার হাসির থেকে বেশি আলো ছড়ালো না।


সারারাত জেগে কল্পনার পালকিতে চড়ে–
জিম্বাবুয়ের ভিক্টোরিয়া জলপ্রপাত,
ইতালির ভেনিস শহর, স্কটল্যান্ড-এর
ফেইরি পুলস এবং চীনের রেড বিচ-এ গেলাম,
                                   উপমা খুঁজলাম–
তিব্বতের পোটলা প্যালেসে আবার চীনের
গ্রেট ওয়ালের উপর দাঁড়িয়ে দৃষ্টির ছুড়ি দিয়ে
প্রকৃতির বুক চিড়ে তছনছ করেও অনেক
                        খুঁজলাম এবং তাজমহল?
সেখানেও যেতে ভুল করি নি– মনের মতো
উপমা পাইনি; তোমার তুলনায় সব ম্লান।


তোমার রূপের আলোয়, হৃদয়ের খেলামাঠে
সবই তুচ্ছ, মলিন, আলোকহীন, অসহায়–
তাই ব্যর্থ মনে ভোর এলো। হায়! হায়!
সাজাতে পারলাম না এমন কোন কবিতা।


কিছুতো দিতেই হবে; 'ওগো, চঞ্চল মনটা-ই
                                 আবারো দিলাম;
যদিও তা দিয়েছি অনেক আগেই– জীবনের
ভূতভবিষ্যৎ না ভেবে ছোট্ট বাসরঘরের
হালকা আলোয়, সুগন্ধি ফুলে ফুলে সজ্জিত
ফুলশয্যার রাতে– মুখোমুখি বসে; আজও
                     তা রয়েছে তোমারই দখলে এবং
                          চিরদিন রেখো যতন করে।'
_________________________
৩১/০৮/২০১৭🖋️
উৎসর্গঃ মোহনা
(তার জন্মদিনের আগের দিন লিখা)